ঢাকা (সন্ধ্যা ৭:২৬) শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার দুপুর ০২:২৪, ৩০ জুন, ২০২৫

পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন সহকারী কমিশনার (ভূমি) ও দাউদকান্দি পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।

 

সোমবার (৩০ জুন) দুপুরে পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে সর্বমোট আয় ৪২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকা ও মোট ব্যয় ৩৬ কোটি ৭৪ হাজার টাকা প্রস্তাব করা হয়। পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম তার প্রস্তাবিত বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাত থেকে ১৩ কোটি ২৩ লাখ ৪১ হাজার ৩ শত ৩১ টাকা ও উন্নয়ন খাত থেকে ২৯ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ৪৫ টাকা আহরনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানান। বাজেটে উদ্ধৃত্ত ধরা হয়েছে ৬ কোটি ১৭ লাখ ২ হাজার ৩ শত ৭৮ টাকা।

 

এছাড়াও বাজেটে খাতওয়ারী ব্যয়ের হিসেবে দেখা যায়, রাজস্ব খাতে ব্যয় ৯ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় দুই কোটি ১৫  লাখ টাকা ধরা হয়েছে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাবিবুর  রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, পৌর সহকারী প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী জরিন সুলতানা, স্যানেটারি ইন্সপেক্টর  কামরুজ্জামান, হিসাবরক্ষক শাহাদাত হোসেন, কার্য সহকারী মো. আব্দুল আহাদ, সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT