ঢাকা (সকাল ৮:১২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

ইফতেখারুল ইসলামের কবিতার বই “ভালবাসার সাতকাহন”

এইচএম দিদার এইচএম দিদার Clock বুধবার ১২:১২, ৯ মার্চ, ২০২২

কবিতা মানেই আত্মার খোরাক। না বলা অনেক কথা, একটু আদর করে জানিয়ে দেওয়া। শব্দের মিশেলে বাক্যকে জীবন্ত করে তুলার নামই কবিতা।

তরুণ কবি ইফতেখারুল ইসলামের এবারের একুশের গ্রন্থমেলায় ‘ভালবাসার সাতকাহন’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি পেশায় ব্যাংকার, তবে সাহিত্যে প্রতি রয়েছে তার ঝোক, কবিতা তার কাছে নেশার মতো। সময় পেলেই কবিতা লিখেন আনমনে। একসময় গণমাধ্যমে লেখালেখি করেছেন। দীর্ঘদিন তিনি লেখালেখি করেছেন সিদ্ধহস্তে। মাঝখানে নানা বৈরিতায় লেখালেখি থেকে দূরে থাকলেও বিরতির বাধা ভেঙে তিনি আবার নতুন উদ্যমে লেখতে শুরু করেন-এরই ফলশ্রুতিতে এই প্রকাশিত কাব্যগ্রন্থ।

তার কবিতায় স্থান পেয়েছে প্রেম, বিরহ ও প্রকৃতিসহ নানাবিধ বিষয়। এই কাব্যগ্রন্থে কবির ৬৪টি কবিতা স্থান পেয়েছে। এসব কবিতা সহজে হয়তো কেউ নাও বুঝতে পারেন। পাঠকদের হৃদয়ে ধরতে এবং পাঠকের কাছে সহজে অনুধাবন করাতে কবিতার ভাষাকে আরও সাবলীল ও সহজ করে তুলে আনতে কবিকে পরবর্তীতে সক্ষম হতে হবে। কবিতার ভাষা ও শব্দ ব্যবহারে কবিকে আরও সচেতন হতে হবে।

কাব্যগ্রন্থে তিনি–চিটিও কথোপকথন সংযোজন করেছেন, এতে পাঠক পড়ে মুগ্ধ হবেন। নিজের ভিতর প্রশান্তি খুঁজে পাবেন, কিন্তু হয়তো বোদ্ধাদের চোখে কুটুদৃষ্টিপাত হতে পারে। যাই হোক এই বিষয়টি লেখকের একান্ত নিজের। তবে বেশ কিছু কবিতা পাঠ করে পাঠক নিজেকেই হয়তো ফিরে পাবেন–এখানেই এই তরুণ কবির সফলতা।

তিনি মায়াজাল নামে একটি কবিতায় লিখেছেন–’পরের গীবত তোমার মুখে, গীতালি হয়ে সুর তোলে’ এখানে কবি গীবত গাওয়া মারাত্মক অপরাধ এবং গীবত থেকে দূরে থাকার আহ্বান করেছেন। অথচ  সমাজ ও আমাদের রন্ধ্রে রন্ধ্রে গীবত প্রবণতা আঁকড়ে ধরেছে।

তিনি একটি কবিতায় লিখেছেন–’অবিনশ্বর বলে কিছু নেই’। তিনি এতে বুঝাতে চেয়েছেন প্রেমিক-প্রেমিকারা মরে যায়, কিন্তু প্রেম টিকে থাকে। হয়তো কালে কালে এমনই ঘটনা প্রমাণিত। লাইলি-মজনু নেই তবে তাদের প্রেম কাহিনি আজও মানুষ জানে।

শেষ করছি  ‘স্বাধীনতার চাওয়া’ নামক কবিতার একটি লাইন দিয়ে। তিনি লিখেছেন–”স্বাধীনতা তুমি নও শুধু, মানচিত্রে আঁকা লাল-সবুজের নকশা।” একটি স্বাধীন দেশের, স্বাধীন নাগরিকের চাওয়া কী, আকুতি কী। এই কবিতায় সেকথাই লিখে তিনি দেশ প্রেমিক কবির পরিচয় দিয়েছেন। তাই তাকে বলা যায় তিনি একজন দেশপ্রেমিক কবি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT