স্বাধীনতা তুমি – মোহাম্মদ শামীম মুন্সী
আরিফুল ইসলাম শনিবার বিকেল ০৫:১৬, ১৬ ডিসেম্বর, ২০২৩
স্বাধীনতা তুমি
মোহাম্মদ শামীম মুন্সী
স্বাধীনতা তুমি ফুল বাগানের ফুল,
স্বাধীনতা তুমি বধুয়ার কানের ধুল।
স্বাধীনতা তুমি সবুজ শ্যামল গাঁও,
স্বাধীনতা তুমি পাখির সুরে কিচির মিচির গান।
স্বাধীনতা তুমি দূর আকাশের জোনাক ভরা চাঁদ,
স্বাধীনতা তুমি অমর একুশের ফেব্রুয়ারীর রাত।
স্বাধীনতা তুমি আমার দেশের এক তারারই সুর,
স্বাধীনতা তুমি আমার চোখে আকাশ সমুদূর।
স্বাধীনতা তুমি কবির চোখে আকাশ প্রানের দৃশ্য,
স্বাধীনতা তুমি আমার কাছে মনোরম এক বিশ্ব।
স্বাধীনতা তুমি বিশ্বের মাঝে আশ্চার্য এক ঘটনা,
স্বাধীনতা তাই তোমায় নিয়ে আমাদের এত প্রেরণা।
তাইতো আমরা তোমার কারণে পেয়েছি একটি দেশ,
সেই দেশেরই নাম দিয়েছি স্বাধীন বাংলাদেশ।