ঢাকা (রাত ৯:৪৩) বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বাধীনতা তুমি – মোহাম্মদ শামীম মুন্সী

কবিতা ২২৭৬ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার বিকেল ০৫:১৬, ১৬ ডিসেম্বর, ২০২৩

স্বাধীনতা তুমি 

মোহাম্মদ শামীম মুন্সী 

 

স্বাধীনতা তুমি ফুল বাগানের ফুল,

স্বাধীনতা তুমি বধুয়ার কানের ধুল।

স্বাধীনতা তুমি সবুজ শ্যামল গাঁও,

স্বাধীনতা তুমি পাখির সুরে কিচির মিচির গান।

স্বাধীনতা তুমি দূর আকাশের জোনাক ভরা চাঁদ,

স্বাধীনতা তুমি অমর একুশের ফেব্রুয়ারীর রাত।

স্বাধীনতা তুমি আমার দেশের এক তারারই সুর,

স্বাধীনতা তুমি আমার চোখে আকাশ সমুদূর।

স্বাধীনতা তুমি কবির চোখে আকাশ প্রানের দৃশ্য,

স্বাধীনতা তুমি আমার কাছে মনোরম এক বিশ্ব।

স্বাধীনতা তুমি বিশ্বের মাঝে আশ্চার্য এক ঘটনা,

স্বাধীনতা তাই তোমায় নিয়ে আমাদের এত প্রেরণা।

তাইতো আমরা তোমার কারণে পেয়েছি একটি দেশ,

সেই দেশেরই নাম দিয়েছি স্বাধীন বাংলাদেশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT