ঢাকা (ভোর ৫:৩৭) বৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আমি মারা গেলে… ~ হোসাইন মোহাম্মদ দিদার

কবিতা ২৭৩২ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock বৃহস্পতিবার রাত ০৮:০৮, ১১ জুলাই, ২০২৪

আমি মারা গেলে…

~ হোসাইন মোহাম্মদ দিদার

 

 

আমি মারা গেলে তোমার কিচ্ছুই হবে না

শুনলে বড়জোড় তুমি খানিকক্ষণ পিনপতন নীরবতায় থমকে যাবে,

এরপরে ঠিকই তোমার রুটিনওয়ার্ক চলতে থাকবে।

 

আমি মারা গেলে তোমার কিচ্ছুই হবে না

হয়তো সামান্য ধকল সামলে ওঠবে সহজেই মনযোগ দিবে তোমার গৃহস্থালি কাজে, যোগ দিবে বিভিন্ন সভাসমাবেশে।

তোমার গলা ফাটানো বাগ্মী বক্তৃতায় ঠিকই হয়তো আগের মতো রাজপথ কাঁপিয়ে তুলবে।

 

 

আমি মারা গেলে

চাঁদ ওঠবে তোমার বাড়ির আঙ্গিনায় ঠিকই, আগের মতো

তোমার নয়নাভিরাম অট্টালিকার বেলকনিতে বিভিন্ন ফুলের টবে আগের মতোই ফুল ফুটবে;

শিশিরেরা কান্নায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়বে চিরদিনের জন্য।

 

আমি মারা গেলে

এরপর হয়তো বা কিছুদিন অতিবাহিত করবে আমাকে একটুখানি স্মরণ করে,

হয়তো মাঝে মাঝে ভীষণ্নতার আকাশ ভেঙে

মনোযোগ দিবে অফিসের কাজে।

বাচ্চাকাচ্চাদের শাসন সেবায় খুব মনোযোগী হয়ে ওঠবে এই তুমি।

 

 

আমি জানি আমি মারা গেলে তোমার কিচ্ছুই হবে না,

আমি মারা গেলে তুমি হয়তো কোনো এক বিখ্যাত কবিতা লিখে ফেলবে,

দুঃখ আড়াল করে বেঁচে যাবে নতুন করে।

কিছু দুঃখ তুমি খুন করে হয়তো বুকের ভিতরেই দাফন করে দিবে,

বিভিন্ন আয়োজনে নিজেকে খুব হয়তো ব্যস্ত রাখবে।

বন্ধুদের জম্পেশ আড্ডায় মুখরিত হবে তোমার আশপাশ।

 

 

আমি মারা গেলে হয়তো তুমি ঠিকই অসম্পূর্ণ পিএইচডিটাও করে নিবে,

অসমাপ্ত আত্মজীবনীটাও হয়তো লিখে নিবে।

 

 

আমি মারা গেলে হয়তো তুমি তখন আরও ঐশ্বর্যময় ও সুখী হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT