অলীক প্রণয়: লিখেছেনঃ জান্নাত তায়েবা
নিজস্ব প্রতিনিধি শুক্রবার সন্ধ্যা ০৭:১৫, ১৫ জুলাই, ২০২২
অলীক প্রণয়
কলমে-জান্নাত তায়েবা
আমার চোখের পলকে
একেঁ ছিলাম তোর ছবি,
তোর প্রণয়-সন্তরণে হতে
চেয়েছি যে কবি,
তুই ছিলি আমার ভালোবাসা
তুই ছিলি গোপন আশা
তুই এখন আমার কাছে মৃত্যুনেশা।
তোকে নিয়ে বাঁধবো বলে প্রণয়গৃহ
ছুঁয়ে ছিনু চন্দ্রপ্রভার দেহ,
মিথ্যে স্বপ্নে নিদারুণ
ভেসেছি আমি,
অলীক প্রণয়ে ভেসেছি
যন্ত্রণার বক্ষ চুমি।
তুই এখন মুক্ত দিগন্তের পাখি
তোরে ছাড়া নিজেরে গুছিয়ে রাখি,
বেশ আছি দিগন্তের সমাপ্তি সভায় একা
তোরে বিয়োজন রেখে সখা,
আমি যে এখন আলোকবর্ষ দূরে
আর ডাকিস না
বেদনার ক্লান্তি ঝেড়ে।