এই পথিকের ঋণ : হোসাইন মোহাম্মদ দিদার
মেঘনা নিউজ ডেস্ক শনিবার রাত ০৮:১৫, ১১ মে, ২০২৪
পথের বাঁকে চলতে গিয়ে হারাই যদি কোনোদিন,
শুনতে পেলে শোধ করিও এই পথিকের ঋণ।
একটা বিষাদ জমে আছে এই নগরের বুকে,
দেখলে তুমি জ্ঞান হারাবে ভাসবে অতি শোকে।
এক জনমের অসুখে ভোগে আমি এখন নিঃস্ব,
আমার যখন আগুন জ্বলে, তোমার তখন গ্রীষ্ম।
চাঁদ জেগে রয় আকাশপানে, দুঃখ জাগে চোখে,
মরছি আরও ধুকে ধুকে তোমার রোগে ভোগে।
হে বন্ধু আমার!
আকাশপানে তাকালেই জানবে আমার খবর,
তোমার মনের ছোট্ট ঘরে আমার স্মৃতির কবর।
জানল না কেউ এই জনমে এতো ব্যথার কারণ,
হাজার ব্যথা জেগে ওঠে মানে না কোনো বারণ।
ঢেউয়ে ঢেউয়ে বিলীন হবো আমি তোমার কাছে,
তুমি ছাড়া আমার আপন কেই বা আর আছে।
তোমার বুকে যে দুঃখ আমি করেছি রোপন,
তা তুমি পোষে রেখো সদা করে অতি যতন।