ডাকসু নির্বাচন-২০২৫: শিক্ষার্থীদের মন জয়ে ব্যস্ত ভিপি প্রার্থী সাদিক কায়েম
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সকাল ০৮:৫০, ২৮ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন নির্বাচনী উত্তাপ। ডাকসু নির্বাচন-২০২৫-এ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে প্রতিদ্বন্দ্বী আবু সাদিক কায়েম যেন সময়কে বেছে নিয়েছেন শিক্ষার্থীদের মন জয়ের জন্য।
টিএসসি থেকে শুরু করে বিভিন্ন আবাসিক হল—যেখানেই শিক্ষার্থীদের আড্ডা, সেখানেই উপস্থিত হচ্ছেন তিনি। নির্বাচনী আচরণবিধি মেনে গণসংযোগে বের হলেই এক ঝাঁক শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আলাপ করছেন সাদিক কায়েম। কখনো শোনেন শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা, কখনো শোনেন ক্যাম্পাস-সংক্রান্ত দাবি, আবার কখনো শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে আলোচনায় মেতে ওঠেন।
একটি ছোট আড্ডায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ডাকসু কেবল নেতৃত্বের স্থান নয়, এটি আমাদের সবার প্ল্যাটফর্ম। আমি চাই প্রতিটি শিক্ষার্থী নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং গর্বের সঙ্গে এখানে পড়াশোনা করুক। নির্বাচিত হলে শিক্ষার্থীদের সমস্যা নিরসনই হবে আমার অগ্রাধিকার। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে এটা ভালো। এই নির্বাচনে আমরা যেই জিতি, দিনশেষে আমরা সবাই জিতে যাব।
তিনি প্রতিটি গণসংযোগ অনেক শিক্ষার্থীকে আকৃষ্ট করছেন। এক আবাসিক শিক্ষার্থী জানালেন, “, সাদিক কায়েম পাশে থেকে আমাদের কথা শোনেন—তিনি বিনয়ী।এটা তার প্রতি আলাদা আস্থার জাগায়। আমরা মনে করি, এ ধরনের নেতৃত্বই ভবিষ্যতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারবেন।”
ক্যাম্পাসের নির্বাচনী পরিবেশও ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে। বিভিন্ন প্রার্থী নানা কর্মসূচি নিলেও সাদিক কায়েমের গণসংযোগে শিক্ষার্থীদের কাছে আলাদা মাত্রা যোগ করেছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে তার এই কৌশল ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
শিক্ষার্থীরা বলছেন, ডাকসু নির্বাচন শুধু নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি আসলে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ দিকনির্দেশনার প্রতিচ্ছবি।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঢাবি প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবু সাদিক কায়েম। তার ব্যালট নম্বর #২২। জিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এসএম ফরহাদ। তার ব্যালট নম্বর#৪ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মুহাম্মদ মহিউদ্দিন খান তার ব্যালট নম্বর #১৪।


