ঢাকা (রাত ১:৫১) শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সকাল ০৮:৫৮, ১৯ জুন, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে কলেজ অডিটরিয়মে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার পরে যে সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টাকে কাজে লাগাতে হবে তাহলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কেউ এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট মনে রাখবে না। তাই পরীক্ষার পরে একদিনও সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছেন এবং এইচএসসি পরীক্ষা ভালোভাবে দেওয়ার তাগিদ দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি তানজীন চৌধুরী লিলির।

সভাপতির বক্তব্যে লিলি বলেন, এই বিদায় একটি আনুষ্ঠানিকতা মাত্র। তোমাদের জীবনের সাফল্যের জন্য স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্নটা দেখবে সেই স্বপ্নটা যেন হয় সুন্দর, পরিচ্ছন্ন, সততার সহিত, সৎ মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। জীবনের প্রতিটি ধাপে সাহস ও সততা ধরে রাখো। পরীক্ষার সময় মোবাইল কম দেখার উদাত্ত আহবাণ জানিয়েছেন তিনি। সকল শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ও উচ্চ শিক্ষার সাফল্য কামনা করেছেন তিনি।

প্রভাষক সেলিম আল রাজের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যাক্ষ ড. মোঃ হারুনুর রশিদ, গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, গৌরীপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক শারমিন রহমান, সহকারী অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম, প্রভাষক আব্দুল আলীম খান, প্রভাষক শাহজাহান সিরাজ, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক রাকিবুল হাসান, প্রভাষক মোঃ ফয়জুর রহমান, প্রভাষক মোঃ ইয়াসির আরাফাত, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন দেবনাথ প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক নজরুল ইসলাম এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT