দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি পদে রানা সরকারের দোয়া প্রার্থনা
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার দুপুর ০১:৪০, ৩০ অক্টোবর, ২০২৫
আসন্ন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫, অভিভাবক প্রতিনিধি পদে প্রার্থী হতে মত প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক রানা সরকার। তিনি নির্বাচনে জয়লাভের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
রানা সরকার বলেন, “আমি যদি অভিভাবক প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের অভিভাকদের মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তাহলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পাশে থেকে শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সমাজের উন্নয়নের মূলভিত্তি, আর অভিভাবক প্রতিনিধি হিসেবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করা আমার নৈতিক দায়িত্ব হবে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক জানান, রানা সরকার একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি নির্বাচিত হলে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।


