ঢাকা (বিকাল ৩:০৯) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৫:০১, ২ সেপ্টেম্বর, ২০২৫

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের ৬ জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে একটি করে সার্টিফিকেটসহ নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম এবং অভিভাবক সদস্য ও পৌর বিএনপি’র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষা খাতে এক অনন্য দৃষ্টান্ত। মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে যাতে পড়াশোনা বন্ধ না করে, এই ধরণের বৃত্তি তাদের বড় সহায়ক হয়ে উঠবে।”

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের যাচাই-বাছাই করে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের পড়াশোনায় অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রেরণা দেবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT