ঢাকা (রাত ১২:১০) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


হুইল চেয়ার নিয়ে প্রতিবন্ধীর বাড়িতে হাজির চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু

এস এম হাসান রেজা,সিরাজগঞ্জ এস এম হাসান রেজা,সিরাজগঞ্জ Clock সোমবার রাত ১১:২৯, ২৮ ডিসেম্বর, ২০২০

রাস্তায় হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন জন্ম প্রতিবন্ধী মোঃ মনিরুল ইসলাম (১২)।কথাও বলতে পারেন না ঠিকমতো।এভাবেই দিন পার হয় সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের আকতার শেখের ছেলে  প্রতিবন্ধী মোঃ মনিরুলের।

তবে মনিরুলের কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ  গোলাম আজম তালুকদার বাবলু।

গতকাল সোমবার ২৭ ডিসেম্বর বিকালে একটি হুইল চেয়ার নিয়ে খামার পাইকোশা গ্রামের প্রতিবন্ধী মনিরুলের বাড়িতে হাজির হন মোঃ গোলাম আজম তালুকদার বাবলু। এতে চরম আনন্দিত অভাবে হুইল চেয়ার কিনতে না পারা পরিবারটি।

শিয়ালকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ গোলাম আজম তালুকদার বাবলু জানান, বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তারা বিভিন্ন ক্ষেত্রে সফল হচ্ছে।তার পরিবারটি খুব অসহায়। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হয় মনিরুলের তার কষ্ট দেখে আমার একান্ত প্রচেষ্টায় একটা হুইল চেয়ার দিচ্ছি। এতে পরিবারটি খুব খুশি হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT