সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ০৯:০০, ২০ জুন, ২০২০
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক মোঃ ইয়াকিন ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক নির্যাতনকারী সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ” বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত মানববন্ধন উপলক্ষে আজ শনিবার ২০ জুন-২০২০ সকাল ১১ টায় সাতক্ষীরা-যশোর মহাসড়কের সংগ্রাম হাসপাতাল সংলগ্ন “বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন সাতক্ষীরা জেলা শাখার কার্যালয়ের সামনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, উক্ত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে মাতৃজগত সাতক্ষীরা ব্যুরো প্রধান এম ইদ্রীস আলির সভাপতিত্বে ও সঞ্চলনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ডাঃ মহিদার রহমান, ইয়াসিন আলি, এস এম সোহাগ রানা, মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবু সাইদ, মোঃ লাল্টু হোসেন, শহিদুল আরম, আল মামুন, মাসুদুর রহমান, মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, শাহিনুর রহমান, শাহজাহান আলি মিটন, ইব্রাহিম খলিল, আজহারুল ইসলাম সাদী প্রমুখ।
সাংবাদিক বক্তারা তাদের বক্তব্যে বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশের আনাচে-কানাচে নিত্য ঘটে যাওয়া ঘটনাকে দেশের সবার সামনে তুলে ধরেন। সাংবাদিকদের সংবাদ এর বিষয় বস্তু হতে পারে সমাজের সকল উন্নয়ন, প্রশংসা, সাফল্য বা ঘুষ দুর্নীতিসহ নানা কর্মকাণ্ডের উপর।
তবে প্রশংসামূলক কর্মকাণ্ডের নিউজে বাহ্বা পেলেও দুর্নীতির চিত্র প্রকাশ করলে অপরাধীরা সাংবাদিক সমাজের উপর তেলে বেগুনে জ্বলে উঠেন। তখন অপরাধীদের গোমর ফাঁস হয়ে যাওয়ার কারণে নানা হুমকি ধামকি এমনকি জখম বা কোন কোন ক্ষেত্রে হত্যার ও স্বীকার হতে হচ্ছে। তবে দুঃখের বিষয় সাংবাদিকদের উপর খুন জখম হলেও তারা তার ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
দক্ষিণ বঙ্গের সাংবাদিক স.ম আলাউদ্দিন, শামছুর রহমান বা মুকুল হত্যার স্বীকার হলেও তার বিচার আমরা পাইনি। সম্প্রতি কক্সবাজারের সাংবাদিক ইয়াকিন অত্রালাকার ইয়াবা ব্যবসায়ী চোরাচালানকারী সিএনজি আমিন কর্তৃক হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম প্রাপ্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন।
সরকার তথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করুণ এবং বিষয়গুলির সঠিক তদন্ত সাপেক্ষ বিচারের আওতায় আনুন। আমরা প্রায় অধিকাংশ সাংবাদিক সমাজ বেতনহীনভাবে দেশের সুনাগরিক হিসেবে দেশপ্রেমিকতায় সর্বদা অন্যায়ের বিপক্ষে লেখালেখি করে চলেছি।
আমরা সরকারের কাছে দাবি রাখি অবিলম্বে আমাদের সাংবাদিকদের জন্য সরকারিভাবে বেতন বরাদ্দের ব্যবস্থা করা হোক, সেই সাথে আমাদের জান মালের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা করা হোক। আমরা সত্য ঘটনা সমাদের সামনে তুলে ধরতে গিয়ে যদি এভাবে দুর্নীতিবাজদের প্রতিহিংসার স্বীকার হই তাহলে কেমন করে আমরা সমাজের দুর্নীতি অপকর্মের প্রতিচ্ছ্ববি সকলের সামনে তুলে ধরবো। আমরা সাংবাদিকরা জান মালের নিরাপত্তা চাই? আমরা চাইনা কক্সবাজার এর প্রতিবাদী সহকর্মী সাংবাদিক ইয়াকিন এর মত জুলুমবাজ চোরাচালানী কর্তৃক জখমের স্বীকার হতে। আমরা চাই অনতিবিলম্বে কক্সবাজারের সাংবাদিক ইয়াকিন সহ সকল নির্যাতিত সাংবাদিকদের নার্য বিচার। দ্রুত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। উক্ত মানববন্ধনে এগুলোই দাবি করেছে সাংবাদিকরা।