ঢাকা (সকাল ৯:২০) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লোহাগড়ায় বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রিকেটার এমপি মাশরাফি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:০৮, ৩ ডিসেম্বর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার করফা-মহিসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার(২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় নড়াইল- ২(নড়াইল-লোহাগড়া) আসনের এমপি জাতীয় ক্রিকেটদলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি
বিন মর্তুজা প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার(২ ডিসেম্বর) করফা-মহিসাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পরিচালনা পর্ষদের সভাপতি জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ
হোসেন মুন্নার সভাপতিত্বে ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের এমপি ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুর হান্নান রুনু, ইউএনও মুকুল কুমার মৈত্র, ওসি মোঃ আলমগীর
হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহকারী শিক্ষা অফিসার সাগর কুমার বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম কচি, মল্লিকপুর ইউপি
চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান মোঃ শাহিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিনজিরা খানম, মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ
রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারেফ হোসেন, শেখ মতিয়ার রহমান, মোঃ জিন্নাত শেখ, বুলবুল ইসলাম, মেম্বর আকববর হোসেন লিপন প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইদুজ্জামান খান জানান, এলজিইডির অধীনে প্রায় ৭৪ লাখ টাকা ব্যয়ে
তিনতলা বিশিষ্ট ভবণ নির্মাণ করা হবে।

মাশরাফি তার বক্তব্যে বলেন, এ এলাকার নদীর চরের মানুষ অনেক কষ্টে বসবাস করেন। এখানকার যাতায়াত ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থার
উন্নয়ন অবশ্যই হবে। মসজিদ,কবরস্থান এর উন্নয়ন হবে। নদীরপাড়ে যাত্রী ছাউনি নির্মাণ করা হবে। ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণেরও আশ্বাস দেন তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT