ঢাকা (রাত ১২:০৯) রবিবার, ৫ই মে, ২০২৪ ইং

লোহাগড়ায় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুগ্রুপের সঙ্গঘর্ষে পুলিশ কর্মকর্তা ও মেম্বার আহত



নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা চলাকালে এস,আই জয়নাল ও ইউপি মেম্বর ওয়াহেদ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ভিন্ন কথা বললেও পুলিশ বলছে দুদল উত্তেজিত জনতা কে শান্ত করতে গিয়ে ওই দুজন আহত হয়েছেন।  সোমবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে লক্ষীপাশা মোল্যার মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে লক্ষীপাশা মোল্যার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও নলদী ইউনিয়ন ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে। খেলা চলার এক পর্যায়ে নলদী ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে একজন খেলোয়াড় বদলাতে চাইলে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান অসম্মতিপ্রকাশ করেন। এনিয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থকদের সাথে নলদী ইউনিয়নের মাসুদ নামে অপর এক সমর্থকের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ওই সমর্থককে কাশিপুরের সমর্থকরা ঘিরে ফেলে। এরপরই মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে লোহাগড়া থানার এস,আই জয়নাল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ কাশিপুর ইউপি মেম্বর ওয়াহেদ কে থানায় নিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মেম্বর ওয়াহেদ আহত হওয়ায় তাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খেলায় নলদী ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেবার পরে আবারো খেলা শুরু হয় এবং খেলা শেষে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, ইউএনও মুকুল কুমার মৈত্র, এ্যাসিল্যান্ড এম,এম আরাফাত হোসেন পুরস্কার বিতরণ করেন। কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন জানান,দুদল উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে একজন পুলিশ অফিসার ও মেম্বর সামান্য আহত হয়েছেন।  এটি বিচ্ছিন্ন ঘটনা।  এ ঘটনায় মামলা বা গ্রেফতার নেই বলে তিনি জানান।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT