লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে সভা ও বই বিতরণ
ইকবাল হাসান রবিবার সন্ধ্যা ০৬:১৫, ২৯ ডিসেম্বর, ২০২৪
নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা ও উপহার স্বরূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। রোববার (২৯ডিসেম্বর) সকালে উপজেলার রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কমিশনার, দুর্নীতি দমন কমিশন ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ এফ এম আমিনুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শা.ম আনোয়ারুজ্জামান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন, ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।