ঢাকা (রাত ৪:৫০) বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় বসুন্ধরা শুভ সংঘ’র আয়োজনে ভেজাল বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার বেলা ১২:৫৮, ২৮ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় ভেজাল বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বসুন্ধরা শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরুন সমাজসেবক এস,এ সাইফুল্লাহ মামুন,লোহাগড়া প্রেস ক্লাবের আহবায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ও ফারিয়া লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শুভ সংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক রাজিয়া সুলতানা বিউটি, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খন্দকার কিয়ামুল হাসান, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ও শুভ সংঘের সদস্য কাজী আল মামুন, জেলা ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা, শুভ সংঘের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি শাহ আলী মোর্তজা জামুন, শুভ সংঘের সদস্য কৃষকদল নেতা মোঃ সাহেব আলী, কালে কণ্ঠ প্রতিনিধি ইকবাল হাসান শিমুল প্রমুখ।

ভেজাল বিরোধী মানববন্ধনের আয়োজন করায় অতিথিরা বসুন্ধরা শুভ সংঘ কে ধন্যবাদ জানান। ভেজাল যুক্ত খাবার, ফলমূল, সবজি সহ সকল কিছু পরিহার করতে মানববন্ধনে আহবান জানানোর পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে সকলকে ঐক্যবদ্ধ হবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানবন্ধনে অংশ নেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT