ঢাকা (বিকাল ৪:৪৮) সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় এসডিও’র উন্নয়ন অগ্রগতির ১৫বছর পূর্তিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার বিকেল ০৪:০০, ৪ জানুয়ারী, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সো-নিয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এস.ডি.ও) এর উন্নয়ন অগ্রগতির ১৫বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার বিকালে লোহাগড়া পৌর এলাকার গোপিনাথপুরস্থ্য গ্রামে সংস্থার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সো-নিয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এস,ডি,ও) এর সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক থান্দার রবিউল ইসলাম, সম্মানিত পরিচালক ফরিদা জামান, সম্মানিত সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস পিয়াল, অধ্যাপক গোবিন্দ চন্দ্র বৌদ্দ, শিক্ষক মোঃ বদিয়ার রহমান, সমাজসেবক স্বপন কুমার বিশ্বাস, ডাঃ ইউসুফ, উদ্যোক্তা শিমলা প্রমুখ। সো-নিয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এস,ডি,ও) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, এ সংস্থা শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক বিরোধী প্রচারনাসহ দারিদ্র দূরীকরণে নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে।

 

সংস্থার পরিচালক ফরিদা জামান জানান, উঠান বৈঠকের মাধ্যমে সংস্থাটি বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, দূর্যোগকালীন সময়ে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ সহ যৌতুক বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT