লেহাগড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ইকবাল হাসান শনিবার সকাল ০৮:৪৫, ২৮ ডিসেম্বর, ২০২৪
নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতাীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কৃষকদল জয়পুর ইউনিয়ন শাখার আয়োজনে সিডি স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ রুমি ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ এনামুল কবির চন্দন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাহামুদুল হাসান কচি, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মুন্সী খায়রুজ্জামান আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান। সভা পরিচালনা করেন মোঃ শরিফুল ইসলাম।জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোঃ এনামুল কবির চন্দন জননেতা তারেক রহমান ঘোষিত কৃষকদের উন্নয়নে নেয়া নানা পরিকল্পনার কথা ব্যক্ত করেন।