রোগীদের সেবায় বেতনের টাকায় সিলিং ফ্যান দিলেন ডাঃমামুন
ইকবাল হাসান,নড়াইল রবিবার রাত ০৯:৫৭, ৪ এপ্রিল, ২০২১
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সেবায় নিজ বেতনের টাকায় তিনটি সিলিং ফ্যান দিলেন আরএমও ডাঃ আব্দুল্লাহ আল-মামুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানসংকুলান না হওয়ায় তৃতীয় তলার বারান্দায় ভর্তি রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শয্যা (বেড) থাকলেও ছিল না কোন ফ্যানের ব্যবস্থা। প্রচন্ড গরমে রোগীদের প্রচন্ড কষ্ট হচ্ছিল। রোগীদের কষ্ট দেখে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুল্লাহ আল-মামুন নিজ বেতনের টাকায় তিনটি সিলিং ফ্যান কিনে দিয়েছেন। এখন সেখানে রোগীরা স্বস্তিতে থাকতে পারছেন।
ভর্তি রোগী বিউটি বলেন, প্রচন্ড গরমে হাসপাতালের বারান্দায় থাকতে অনেক কষ্ট হতো। রোগীরা এখন বেশ ভাল পরিবেশে থাকতে পারছে। নার্সিং সুপারভাইজার বিজলী রাণী পাইক বলেন, আরএমও স্যার রোগীদের কষ্ট দেখে নিজ বেতনের টাকায় ফ্যান কিনে লাগিয়ে দিয়েছেন। রোগীরা উপকৃত হচ্ছে।
আরএমও ডাঃ আব্দুল্লাহ আল-মামুন রবিবার বলেন, অসুস্থ্য মানুষরা সুস্থ্য হতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সুষ্ঠু পরিবেশে সঠিকভাবে রোগীদের সেবা দিতে পারলে নিজের মনের কাছেই ভাল লাগে। প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে দেখে রোগীদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছি। সামর্থ ও সুযোগ হলে আরো করবো। তবে, রোগীদের সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ।