মৌমাছি
নিজস্ব প্রতিনিধি
শুক্রবার বেলা ১২:৩৯, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
মৌমাছি
মোঃ বুলবুল হোসেন
মৌমাছির দল সারি বেঁধে
মান অভিমান ভুলে,
শতো মাইল ছুটে চলে
অন্ন সন্ধান মুলে।
জগৎ বুকে মহান কর্মী
ঐক্য আছে বলে,
ফুল থেকে মধু তুলে
কেমন ছুটে চলে।
মানব মাঝে হতো এমন
মৌমাছি যেমন হয়,
শত্রু যাবে দূরে সরে
থাকবে একতার ভয়।
সবাই যদি মিলেমিশে
সবার সাথে চলে,
শান্তি থাকবে সমাজ মাঝে
ঐক্য ন্যায়ের ফল।


