ঢাকা (রাত ১২:১৫) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মোটরসাইকেল আরোহীকে ট্রাফিক পুলিশের ধাক্কায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

মোটরসাইকেল আরোহীকে ট্রাফিক পুলিশের ধাক্কায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার সকাল ১১:২৫, ১৪ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে সড়কে দায়িত্বরত ট্রাফিক বিভাগের এক অ্যাসিসটেন্ট টাউন সাব-ইনস্পেকটর (এটিএসআই) সদস্যের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয়েছেন এক মটরসাইকেল আরোহী। পেশায় তিনি একজন এ্যাম্বুলেন্স চালক। পরে আহত মটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর উত্তেজিত জনতা বারোঘরিয়া বাজারের সড়ক ও তার আশেপাশে অবস্থান নেয়। এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোটরসাইকেল আরোহীকে ট্রাফিক পুলিশের ধাক্কায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালিতলা মহল্লার মঞ্জুর ইসলামের ছেলে রকি (৩২)।

 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, আহত যুবক ও পুলিশ সূত্রে জানা যায়, মটরসাইকেল যোগে এক বন্ধুকে বারোঘরিয়া বাজারে রাখতে যায় রকি। পরে শহরে ফেরার পথে সড়কে কাগজপত্র দেখার জন্য রকিকে দাঁড়াতে বলে ট্রাফিক পুলিশ। এ সময় রকি মূল রাস্তা ছেড়ে রাস্তার সাইডে দাঁড়াতে গেলে ধাক্কা দেয় এটিএসআই মতিয়ার রহমান। এতে সড়কে পড়ে গুরুতর আহত হয় রকি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়কে অবস্থান নেয়। পরে নবাবগঞ্জ সদর মডেল থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও চাঁপাইনবাবগঞ্জ-সেনামসজিদ মহাসড়কে যান চালাচল স্বাভাবিক হয়।

আহত রকি জানান, রাস্তা দিয়ে যাবার সময় ট্রাফিক পুলিশ আমাকে থামতে ইসারা দেয়। পরে তার সামনে দাঁড়িয়ে বলি আমার সকল কাগজপত্র ঠিক আছে। তবে রাস্তায় ট্রাক চলাচল করছে তাই রাস্তার পাশে দাঁড়াচ্ছি। এ সময় রাস্তার পাশে দাঁড়াতে গেলে রাস্তাতেই দাঁড়াতে বলেন মতিয়ার রহমান। রাস্তার ধারে যেতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে হেলমেট ছিলো বলে তেমন খারাপ কিছু হয়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম এবং প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম ও আবুল কালাম জানান, মটরসাইকেল আরোহীর পকেটে গাড়ির সকল কাগজপত্র ছিল। কিন্তু সে চাইছিল মূল রাস্তা থেকে নেমে নিরাপদ স্থানে ট্রাফিক পুলিশকে সকল কাগজপত্র দেখাতে। কিন্তু তা করতে না দিয়ে উল্টো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সড়কে পড়ার পর অল্পের জন্য সে রক্ষা পেয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা চাই।

মোটরসাইকেল আরোহীকে ট্রাফিক পুলিশের ধাক্কায় গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

এ সময় ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে উত্তেজিত জনতাকে আশ্বাস দিলে তারা শান্ত হন এবং সড়ক থেকে সরে যান। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ প্রমানিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT