ঢাকা (ভোর ৫:৫৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বায়ার বাংলাদেশ ও কৃষকের হাসি এক অবিচ্ছেদ্য সম্পর্ক

রায়হান জামান,কিশোরগঞ্জ রায়হান জামান,কিশোরগঞ্জ Clock বুধবার রাত ১১:০৫, ১১ নভেম্বর, ২০২০

বায়ার বাংলাদেশ আবারো দাড়িয়েছে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে। আসন্ন বোরো মৌসুমে কৃষকদের মুখে সোনালি হাসি ফিরিয়ে আনার জন্য বায়ারের এবারের উপহার এ্যারাইজ তেজ গোল্ড হাইব্রীড ধানের বীজ। যা প্রান্তিক কৃষকদের মাঝে উপহার হিসাবে বিতরন করা হচ্ছে। বায়ার ক্রপসায়েন্স কিশোরগঞ্জ টেরিটোরির উদ্যোগে বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উচ্চফলনশীল ধান চাষে কৃষকের মুখে বিলীন হয়ে যাওয়া হাসি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বায়ার। ময়মনসিংহ রিজিওন্যাল ম্যানেজার কৃষিবিদ মোঃ আব্দুল মালেকের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় বীজ বিতরন কার্যক্রম পরিচালিত হয়।

কিশোরগঞ্জ টেরিটোরি অফিসার, কৃষিবিদ শামীম আহমেদ বলেন, ” বার্তা স্পষ্ট, কৃষকদের খারাপ সময়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় বায়ার বাংলাদেশের। কৃষক বাঁচলে দেশ বাঁচবে- এই স্লোগানটাকে হৃদয়ে ধারন করেন বায়ারের প্রত্যেকটা যোদ্ধা। বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের আস্থার ঠিকানা হতে চায় বায়ার বাংলাদেশ।”

উপহার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, হোসেনপুর উপজেলা কৃষকলীগের সভাপতি, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ ব্যক্তিবর্গ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT