ঢাকা (দুপুর ১২:০৯) বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলা : কবি বুলবুল হোসেন

কবিতা ২৭৫১ বার পঠিত
বাংলা : কবি বুলবুল হোসেন
বাংলা : কবি বুলবুল হোসেন

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ০৯:১৭, ২৫ ডিসেম্বর, ২০২০

সূর্যদ্বয়ে একটা দোয়েল
বাতায়নে বসে
শিশ দিয়ে সে বলে গেল
বাংলা ভালোবাসে
ওসে বাংলা ভালোবাসে !!

উথাল পাথাল পদ্মার জলে
পাল তুলে বজরা চলে
কাল বৈশাখীর ঝড়ের তোরে
ঢেউয়ের দোলায় নৌকা দোলে
ইলিশ বোয়াল আনন্দে কয়
বাংলা ভালোবাসে
ওসে বাংলা ভালোবাসে!!

ঘন গহিন সুন্দরবনে
মাওয়ালিয়া যায় মধুর টানে
পাখ পাখালির কলতানে
মুখরিত বন শমিরনে
বাঘ মামাও হংকারে কয়
বাংলা ভালোবাসে
ওসে বাংলা ভালোবাসে!!

শাপলা শালুক ঝিলের জলে
কৃষ্ণ ভ্রোমর ছন্দ তোলে
গন্ধে মাতাল মনযে উতাল
আম কাঁঠাল আর বনাঞ্চলে
আকাশ বাতাস ফুলসুবাস কয়
বাংলা ভালোবাসে
ওসে বাংলা ভালোবাসে!!




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT