ঢাকা (রাত ২:৫০) রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যক্ষ a2i এর “সেরা নেতৃত্ব” সম্মানে ভূষিত

অন্যান্য ২৩১২ বার পঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার সন্ধ্যা ০৬:৫৫, ১ মার্চ, ২০২১

বাংলাদেশের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সর্ববৃহৎ প্ল্যাটফরম a2i এর শিক্ষক বাতায়ন পোর্টালে (সদস্য ৫,৬৪,০৭০ জন শিক্ষক) সেরা নেতৃত্ব মনোনীত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাঁন।

এই প্রাপ্তির বিষয়ে অত্র কলেজের সহকারী অধ্যাপক ও জেলা অ্যাম্বাসেডর ফোরামের সভাপতি মুহাম্মদ ইকবাল বলেন-প্রভাবিত করাই নেতৃত্বের প্রাথমিক কাজ। অন্যভাবে বলা যায়, নেতা মানুষকে লক্ষ্যে পৌঁছাতে প্রভাবিত করেন। একজন সর্বজনগ্রাহ্য নেতা জানেন, তাঁর দৃষ্টিভঙ্গী, শক্তি এবং দুর্বলতা কীভাবে অন্যকে প্রভাবিত করে।

ইন্দ্রা নূরী (সাবেক সিইও, পেপসিকো) এর মতে, “একজন নেতা হিসেবে তিনি নিজে অতিরিক্ত কষ্ট করেন, যাতে অন্যরাও তা দেখে নিজের সেরাটা দিতে উৎেসাহিত হয়”। অনন্য প্রতিভাবান, স্পষ্টভাষী, ন্যায়পরায়ণ, নিষ্ঠাবান,ও দৈনন্দিন জীবনে ধর্মপরায়ন, গুণে-মানে কীর্তিমান, যাঁর অভিধানে স্বজনপ্রীতি বা পক্ষপাত শব্দসমূহ নেই, সেই ক্যাপ্টেন জাহাঙ্গীর খান স্যারকে অধ্যক্ষ ও অভিভাবক হিসেবে পেয়ে আজ আমরা নৌবাহিনী কলেজ পরিবার গর্ববোধ করি। আজ আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি সারা বাংলায় শুধুমাত্র স্যারের একাগ্রতা, কর্মদক্ষতা এবং সর্বোপরি নেতৃত্বের কারণে।

অধ্যক্ষ মহোদয়ের চিন্তা, সুদূরপ্রসারী দৃষ্টি, আর নেতৃত্বের উৎকর্ষতার ছোঁয়ায় বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম প্রাণচাঞ্চল্যের আধার। একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে স্যারের সজাগ নেতৃত্বের জন্য ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ও পরিবর্তন সাধিত হয়েছে।

দলগত কাজের স্পৃহা, নিয়ম-নিষ্ঠা পালন ও লালন, জবাবদিহিতার অনন্য নজির সৃষ্টি হয়েছে অধ্যক্ষ মহোদয়ের গঠনমূলক নেতৃত্বের কারণে। বাংলাদেশ নৌবাহিনী কলেজে যোগদানের পর থেকে তিনি যে পরিবর্তন এনেছেন তা সবার নজরে এসেছে। শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস ও a2i বাংলাদেশ নৌবাহিনী কলেজের পরিবর্তনে ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষকদের পোর্টাল “শিক্ষক বাতায়ন” বাংলাদেশ নৌবাহিনী কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান, পিএসসি বিএন মহোদয়কে “সেরা নেতৃত্ব” মনোনীত করায় চট্টগ্রাম জেলা এম্বাসেডর ফোরাম, চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে অভিনন্দন।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT