বসন্তের গান
নিজস্ব প্রতিনিধি
রবিবার রাত ০১:৪০, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
নতুনের গান
মোঃ বুলবুল হোসেন
নতুন সাজে নতুন রূপে
নতুন আগমন,
পাখি হয়ে উড়ে যাব
উদাস আমার মন।
তরুণ -তরুণী ফুলের খেলায়
করে নতুন সাজ,
নতুন আসা প্রাণে বাজে
নতুন হবে কাজ।
ভালোবাসায় পূর্ণ হবে
নতুন দিনের সুখ,
নতুন রুপে আমার দেশে
হাসি মাখা মুখ।
পশু পাখি তরুলতা
গায় নতুনের গান,
ফুলগুলো নতুন সাজে
বসন্তের বাগান।


