ঢাকা (রাত ৮:৩৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বগুড়ার আদমদীঘিতে কাস্তে তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock মঙ্গলবার বেলা ১২:৫০, ১০ নভেম্বর, ২০২০

আগামী ১-২ সপ্তা‌হের ম‌ধ্যে পু‌রোদ‌মে আমন ধান কাটা শুরু হ‌বে বগুড়া আদমদীঘি উপজেলায়। এ জন্য ধান কাটার জন্য ব্যবহৃত কেনার জন্য ব্যস্ত সময় পার কর‌ছেন বগুড়ার আদমদী‌ঘির কামাররা।

কেউ নতুন কা‌স্তে (কাঁচি) কিন‌তে কেউ পুরাতন কা‌স্তে শান (ধার) দি‌তে কামা‌রের কা‌ছে ভীড় কর‌ছেন। সরেজ‌মি‌নে কৃষকের সঙ্গে কথা ব‌লে জানা যায়, ধান কাটা য‌ন্ত্রের ব্যবহার এলাকায় নেই। তা‌দের ধান কাট‌তে কা‌স্তেই একমাত্র উপায়। এ জন্য ধান কাটা শুরুর পূ‌র্বেই সবাই নতুন ধারা‌লো কা‌স্তের ব্যবস্থা ক‌রে ফে‌লেন।

ই‌তিম‌ধ্যে এলাকায় আগাম জা‌তের আমন ধান কাটা শুরু হ‌য়ে‌ছে।১-২ সপ্তা‌হের ম‌ধ্যে তা পু‌রোদ‌মে শুরু হ‌বে। উপ‌জেলা সদরসহ সান্তাহার, ছা‌তিয়ানগ্রাম, নসরতপুর, কন্দুগ্রম, চাঁপাপুর এলাকার গ্রাম হাট-বাজারে কামাররা এখন কা‌স্তে তৈরি ও শান দেয়ার কা‌জে দিন রাত ব্যস্ত। চাঁপাপুর ইউ‌পির বি‌হিগ্রাম বাজা‌রের কামার ধ্বনজয় ব‌লেন, ‘বছ‌রের অ‌ধিকাংশ সময় তা‌দের অলস কাটা‌তে হয়।‌

কোরবানীর ঈদ আর ধান কাট মৌসুমের এই সম‌য়ে যা উপার্যন হয় তা দি‌য়েই কামার প‌রিবারগু‌লো কোনমতে সারা বছর চলে। এ বছর আমন মৌসু‌মে কা‌স্তের ভাল চা‌হিদা এ জন্য কামারীদের দিন-রাত প‌রিশ্রম কর‌তে হ‌চ্ছে।’ তিনি ব‌লেন, ‘লোহা, কয়লার দাম বে‌ড়ে‌ছে। এর হিস‌াব ক‌রে প্র‌তি‌টি নতুন কা‌স্তের দাম ও ‌মেরামত খরচ নেয়া হ‌চ্ছে।’একই এলাকার কৃষক জামাল উদ্দীন বলেন, ‘ক‌য়েক‌দিন পর ধান কাটা শুরু কর‌বো। এ জন্য দুটি নতুন ক্যাদা (কোদাল) কিনলাম দুইশ টাকা হা‌রে। ‌৪টি‌তে ৫০ টাকা ক‌রে শান দিয়ে নিলাম।

উপ‌জেলা কৃষি অফিস সূত্রে জানা যায় আদমদীঘি উপজেলা এবার ১২ হাজার ৩ হেক্টর জ‌মি‌তে আমন ধান চাষ করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে আগাম জা‌তের ধান কাটা শুরু হ‌য়ে‌ছে ক‌য়েক‌দিন আ‌গে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT