ঢাকা (ভোর ৫:১৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বই আমাদের ধ্বংস করে দিচ্ছে না তো! – হোসাইন মোহাম্মদ দিদার

বই মানুষকে বিশুদ্ধ হওয়ার কথা থাকলেও আপাতত আমাদের ধ্বংস করে দিচ্ছে না তো...

মুক্ত কলাম ২২১৯ বার পঠিত
Hussaain Mohammad Dider

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার দুপুর ০১:১১, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

লেখককে যে মেলায় গিয়েই বই বিক্রি করতে হবে এমনটা নয়। বিখ্যাত লেখক হলে ভিন্ন কথা। যার যার পছন্দ, যে যেমন থাকতে চায়, যাকে নিয়ে ভালো থাকতে চায় তা আমি সাধুবাদ জানাই।

 

কিন্তু বইমেলার পরিবেশ নষ্ট করে হাজার হাজার প্রাণের স্পন্দন ও আবেগ নষ্ট করা কারো কাছ থেকেই কাম্য নয়।

 

তাই মেলা কর্তৃপক্ষ বা বাংলা একাডেমির কাছে অনুরোধ খন্দকার মোস্তাক দম্পতিকে আপাতত বাসায় থাকার নির্দেশ দিন। যা হবার তা হয়ে গেছে। অনেক কিছু লেখার ছিল।

আর যদি ওনাদেরকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে পারেন তাহলে ওনারাও বইমেলায় যাক।

 

বইমেলায় আমার কাছে এখন হাস্যরসে পরিণত মনে হচ্ছে, এমনটা কাম্য নয়। কর্তৃপক্ষের চরম উদাসীনতা রয়েছে! চৌকস পুলিশ বাহিনী, র‍্যাবসহ অন্যন্যা আইনশৃঙ্খলা বাহিনী থাকতে সামান্য কজন আনসার দিয়ে বইমেলার এই বৈরী পরিবেশ সামাল দেয়া যায় না।

 

প্রজন্মের জন্য আতংক হয়, আগত দর্শনার্থীদের জন্য হুমকি হয় এমন পরিবেশ চাই না।

 

বইমেলা হোক সুন্দর, নিরাপদ ও আনন্দের হোক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT