ঢাকা (সকাল ৬:৩৫) বৃহস্পতিবার, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হাসিন তারিফের লেখা গুচ্ছ কবিতা

মুক্ত কলাম ২১১৪ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার বিকেল ০৪:৫২, ২৯ জুলাই, ২০২৫

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের মানবিক শাখার শিক্ষার্থী হাসিন তারিফের লেখা গুচ্ছ কবিতা:

 

[দৃশ্যকবিতা—১]

কবিতা , এখন তুমি গ্রাম থেকে শহুরে।

চোখ ছুঁয়ে— নব্য স্বরলিপি, নাট্য উৎসব ও হাঁটুতে কাব্যানুবাদ।

ঝুম ঝুম আঁধার এসেছে— ‘ঈশ্বর’, দু’বেলা খেতে দিও।

নধর ঠোঁটে ‘শিরীষের বাঁকলে জল কাঁপে’।

উন্মন ‘কাব্য’ জ্যান্ত হয়ে উঠেছে।

স্ট্রিটে স্ট্রিটে— দু’চারটে ক্যালেন্ডার , ট্যাটু

ও খুঁটেখুঁটে ‘গান’ মিহি হচ্ছে।

এসো তুমি , প্লিজ!

 

[দৃশ্যকবিতা—২]

রাত্রে , অরেঞ্জ ট্রি তে সূর্যনগরী।

মেরুণ দাঁতগুলো হাঁটতে বের হয়েছে।

ন্যারেটিভের গর্ভতলে আঙজাইটি ,

শিয়ালের অশ্রু , একগুচ্ছ প্যারাডক্স

 

রৌদ্রবৃষ্টির জন্মলগ্নে—

‘রুহের সা ফা য়ে ত’

দূরগামী শ্যামপাখি ঠোঁটে

‘না ঈ ম’ ফিস ফিস ক রে।

[২২.৭.২২]

 

৩.

তৃতীয় বিশ্বের সিঁড়ি, রাষ্ট্র , তুমি ভূস্বামী। তোমার ক্লি’শে ‘চুরিশুমারী’—

মাতৃগর্ভে ‘দে- শ’প্রেম, মর্ডানিজমের ক্ষুধা,

রিফিউজির এলিজি; ‘পুঁজিবাদের আ লু র চপ!’

 

টঙে চোখ রাঙাচ্ছে একঅজ্ঞাত সিগ্রেট।

দু’ইঞ্চি রুটি , বিশ্রী অরেঞ্জ বিস্কুট

ওমঁ দিয়ে যা চ্ছে পথশিশু কে।

 

মহামান্য, সমস্ত সু দিন ওরাঁ বুঝে না,

লিটলম্যাগের আর্ট,

কৃষ্ণপথ ও প্রিন্টের্ড ক বি তা

ওরাঁ খুৃজে না ; ওরাঁ কিঞ্চিৎ অ- রাজনৈতিক!

তাও , টুঙটাঙ রাষ্ট্রত্যাচারে ফুঁসছে ভ্যাট—

 

কামজ্বরের ভর্তা বিপ্লবী ডাল ঠোঁটে ডিম ও শিশুর চোখে ‘ভা ত!’

 

ওঁরা তো অ- রা জ নৈ তি ক , মহামান্য!

প্রকাশিতব্য মেট্রোরেল, এক্সিবিশন ও পদ্মার

স্প্যানে ঝুলে আছে— ‘ক্ষু ধা , দে-শ’প্রেম ও মার্ক্স!’

মার্ক্স তুৃমি ঢুকে যাও—ক্ষুধাতত্ত্বে , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্ দাঁ তে

 

[১৬.১২.২২]

৪.

মনস্তাপ নদে , থৈ থৈ রাত্রি—

স্নায়ুতন্ত্রে আত্মমর্যাদাহীণ ‘শীর্ণ দাঁত’।

আত্নলীন শিশু হ্রস্বের দ্বৈরথে ছুটে চলে , একা একা।

 

পুষ্প!

অন্তিম মাতৃত্বের মৃত্যুকূপ এখানে ,

দুঃস্বপ্নের ফ্রেমে ‘পুঁথিপাঠের রিংটোন চ্যাঁচায় –

 

মেঘমেদুরের ফিনকি দিয়ে,

সুব্রত কান্না ছুটে যাচ্ছে

এমন স্বপ্নে ও নৈরাশ্যের ঝুলিতে

সুবর্ণা নদী মিশ খেয়ে ডিহিউম্যানাইজ!

 

ব্লগার ,

লাথি দাও— ‘ফুটবলে কিংবা ইনক্লুসিভে ,

 

[২০.১১.২৩]




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT