ঢাকা (বিকাল ৫:২০) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


প্রতিদান : কবি তোফায়েল আহমেদ

কবিতা ২১২৮৩ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০৭, ১৯ জুলাই, ২০১৯

সৃষ্টি তার চর্মের ঘর্মাক্ত কর্মের কষ্ট করলে
কেষ্ঠ আসে, যা বিনিময়ের প্রতিদান।
প্রেম ও ভালোবাসার মিলন ছাড়া সৃষ্টির রস
উল্লাসহীনে জগতে বাঁচেনা কোন প্রাণ।

মানুষের চলন- কথন -যাপন – ব্যবহার বিনয়
স্নেহ শ্রদ্ধায় আসে তার সম প্রতিদান,
জগতের সৃষ্টিকে ভালোবাসলে জীবন হাসে
বাড়ে মঙ্গল খ্যতি, সুনাম মান- সন্মান।

রসিক বাসনার ডাকে প্রেম সামনে চলে মনের
মাধুরী মিশানো সমূদ্রের তলদেশ নাড়ায়,
ভালোবাসা প্রেমের পিছু পিছু থাকে মান সন্মান
ইজ্জত বাঁচাতে তড়িগড়ি মানসে দৌড়ায়।

প্রকৃতির কাননে কলি থেকে ফুল প্রস্ফুটিত হয়ে নিজেকে বিসর্জন দেয় পরের বাসর সাজাতে,
প্রতিদানে মালির আদর সোহাগ কৃতজ্ঞতা পায়
জল চোখে বিনয়ে বলে, আরো ফুল ফুটাতে।

ভালোবাসার বাঁধনে পশু পাখি ও পোষ মানে
মনিবের ইচ্ছার সুরে সম গান গায়,
মোহ -লোভী, স্বার্থপর মানুষকে ভালোবাসলে
প্রতিদানে আজীবন দুঃখ পায়।

প্রকৃতি কত কোমল ধৈর্যল্যশীল নিঃস্বার্থ সৃষ্টিকে
দেয় তার অবারিত সবুজের সুদা ও প্রাণ,
মানুষ তাদের কেটে রক্তাক্ত করে জ্বালায় পোড়ায়
ব্যথা সহে রুহুকে দেয় পবন তনুতে অন্নের যোগান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT