ঢাকা (রাত ২:১০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

নোয়াখালীতে প্রথমবারের মত পুলিশ সদস্যদের মাঝে “জিপিএফ” হিসাব বিবরণী বিতরণ করলেন পুলিশ সুপার

রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী রিয়াজ উদ্দিন রুবেল,নোয়াখালী Clock বৃহস্পতিবার রাত ১১:৪৮, ১০ সেপ্টেম্বর, ২০২০

আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্স হল রুমে নোয়াখালী জেলা পুলিশের কনস্টেবল হতে এএসআই পদমর্যাদার ৭৪ জন সদস্যদের মাঝে প্রথমবারের মত জিপিএফ হিসাব স্লীপ বিতরণ করে এক অনন্য নজির স্থাপন করলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন।

জেলার সকল ইউনিটের ৯৩৪ জনের প্রত্যেকের জিপিএফ হিসাব বিবরণী প্রস্তুত করা হয়েছে। জেলার সকল ইউনিটের ইনচার্জদের মাধ্যমে তাদের প্রত্যেকের হিসাব বিবরণী বিতরণ করা হবে। আজ অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ জিফিএফ হিসাব স্লীপ পেয়ে তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

দীর্ঘ চাকুরী জীবনে তারা কখনও হয়রানি ব্যতীত এত সহজে জিপিএফ হিসাব স্লীপ পায়নি বলে জানান। তারা পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপার জনাব মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিঃপুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব দীপক জ্যোতি খীসা, অতিঃ পুলিশ সুপার(সদর) খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শাহাজাহান শেখ পিপিএম, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদ হোসেন’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।

পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন জানান অনেক পুলিশ সদস্য তাদের জিপিএফ ফান্ডের কত টাকা জমা আছে তা তাদের জানা থাকতো না। জেলা পুলিশ সদস্যদের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলার সকল পুলিশ সদস্যদের জিপিএফ হিসাব বিবরণী প্রস্তুত করা হয়েছে। পুলিশের কল্যাণে যে কোন প্রস্তাব পেলে তা বাস্তবায়নে বদ্ধপরিকর।

তাছাড়া পুলিশ সদস্যদের কল্যাণে শতভাগ উদারতার মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন বলে জানান পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যদেরকে “মুজিব বর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার”এ স্লোগানকে বাস্তবায়ন করতে আহ্বান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT