ঢাকা (ভোর ৫:৫৪) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock রবিবার সন্ধ্যা ০৭:৪২, ২১ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জনতা মডেল  উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (২১ ফেব্রুয়ারী) রোববার বিকেল তিনটার দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে  এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই ক্রিকেট ম্যাচের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। প্রীতি ম্যাচে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ধর্মপাশা কার্যালয় ও উপজেলা অফিসার্স ক্লাব এই দুটি দল অংশ নেয়। খেলায় উপজেলা অফিসার্স ক্লাব ১৬ ওভারে তিন উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা কার্যালয় দল ১৫ ওভারে সব উইকেট হারিয়ে করেছে ৮৯রান। জয়ী ও পরাজিত দুই দলের মধ্যেই পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান,পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আবদুল বারেক ছোটন প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT