ঢাকা (দুপুর ১:৩৩) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার

চেয়ারম্যানের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে আহত করলো গ্রাম পুলিশ

চেয়ারম্যানের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে আহত করলো গ্রাম পুলিশ

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার সকাল ১১:৪৮, ১২ জুন, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশরা এক বৃদ্ধকে পিটিয়ে মাথা ফাটিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আব্দুল লতিফ।

মারধরের স্বীকার বৃদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত রইসুদ্দিন মন্ডলের ছেলে মোয়াজ্জেম হোসেন (৬২)।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজন সূত্রে জানা যায়, নিজ বাসার টিউবওয়েলসহ বাড়ির সীমানা দেয়াকে কেন্দ্র করে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোয়াজ্জেমের বাসায় কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে পাঠায়। এ সময় ইউনিয়ন পরিষদে যেতে রাজি না হওয়ায় গ্রাম পুলিশ সদস্যরা তাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এর এক পর্যায়ে গ্রাম পুলিশদের লাঠির আঘাতে মোয়াজ্জেম মাথা ফেটে মাটিতে পড়ে গেলে তাকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তুলে নিয়ে যায় গ্রাম পুলিশরা।

পরে তাকে ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোয়াজ্জেম হোসেন।

এ বিষয়ে আহত মোয়াজ্জেম হোসেন বলেন, ২০০৬ সালে একটি সরকারি টিউবওয়েল স্থাপন করা হয় আমার বাসায়। এরপর থেকে আমার পরিবারসহ প্রতিবেশীরা পানি ব্যবহার করে। কিন্তু হঠাৎ করেই ছেলেদের জমিজমা ভাগ-বাটোয়ারা করে দেয়ার পর সেখানে ঘর নির্মাণ করা হয়। এনিয়ে চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রাম পুলিশ পাঠিয়ে আমাকে জোরপূর্বক বাসা থেকে নিয়ে যেতে চাই। আমি যেতে না চাইলে গ্রাম পুলিশ সদস্যরা লাঠি দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। এমনকি বেধড়ক মারধর করে।

তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় আমাকে জোরপূর্বক ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে চেয়ারম্যান ফাঁকা কাগজে আমার দুইটি স্বাক্ষর নেন। পরে খবর পেয়ে আমার স্বজনরা ইউনিয়ন পরিষদ থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আহতের ভাতিজা আমিনুল ইসলাম জানান, ধাইনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য নিরঞ্জন কর্মকার, আনারুল ইসলাম, জিতেন, আব্দুল আলিম, জালাল, ভুটু লাল, বিবেক সিংহ, আলাল উদ্দিন চাচা মোজাম্মেলকে মারধর করে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে আমরা ইউনিয়ন পরিষদ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় পরিবারের সদস্যরা এই মুহুর্তে আতঙ্কিত, নিরাপত্তাহীনতা ও হুমকির মধ্যে রয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, মারধরের ঘটনাটি সঠিক নয়। আমার নির্দেশে গ্রাম পুলিশরা মোজাম্মেলকে ইউনিয়ন পরিষদে আসার জন্য বলতে গেলে উল্টো গ্রাম পুলিশ সদস্যদেরকেই মারধর করেছে তার পরিবারের লোকেরা।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT