ঢাকা (সন্ধ্যা ৭:০১) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১,আটক ৪

CHAPAI PIC = 09.11.24

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock শনিবার বিকেল ০৪:৩১, ৯ নভেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকার গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে আলমগীর হোসেন (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মংলুর সাথে আলমগীরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন জমিতে থাকা আমগাছ কাটতে গেলে বাধা দেন আলমগীর ও তার ভাইয়েরা। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সংঘর্ষে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক আরমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT