ঢাকা (রাত ১১:৪৩) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার সকাল ১১:৪৬, ৮ জানুয়ারী, ২০২৫

ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া চকচুনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করে স্থানীয় ইউনিয়ন বিএনপি।

 

এ সময় ডা. মো. আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। কর্মী সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন।

 

বক্তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে যে মা তার ছেলেকে হারিয়েছিলেন, যে বোন তার ভাইকে হারিয়েছিলেন সেই ছেলের, সেই ভাইয়ের রক্তের দাগ না শুকানোর আগেই একটি রাজনৈতিক দল ফ্যাসিস্ট সরকারকে বিনা শর্তে ক্ষমা করে ছাত্র জনতার রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। ৭১ এ মহান মুক্তিযুদ্ধেও অংশিদার হিসেবে তারা যে দাবী রাখে সেটাও একটা মিথ্যা প্রোপাগান্ডা। আর তাই জাতির কাছে তাদের ক্ষমা চাওয়ার আহŸান জানানো হয় কর্মী সম্মেলন থেকে।

 

বক্তারা আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে নিজ দেশে না থেকে পালিয়ে ভারতে থাকার অভ্যাস আওয়ামীলীগের পুরোনো স্বভাব। বাবা শেখ মুজিব ৭১ সালে ভারতে পালিয়েছিল, ঠিক একই পথে মেয়ে হাসিনা ভারতের আশ্রয়ে আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কোন সংকটাপন্ন অবস্থাতে দেশ ত্যাগ করেননি। বরং তিনি দেশে থেকে জনগণকে পাশে নিয়ে দেশের উন্নয়নে রাজনীতি করেছেন। দীর্ঘ সময় পলাতক হাসিনা সরকার দেশনেত্রীকে বন্দী করে রাখলেও তার কোন উন্নত চিকিৎসার সুযোগ দেননি। আর তাই ছাত্র-জনতার আন্দোলনের ফসল ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে অসুস্থাবস্থায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবার প্রাক্কালে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গণতন্ত্র সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্য থাকতে আহŸান জানিয়েছেন।

 

এ সময় বক্তারা বলেন, ৭১ পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলের অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেব একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। যার মূল লক্ষ্যই ছিল এদেশের খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানো। যা তিনি জীবিত থাকাকালীন করে গেছেন। আর তারই দেখানো পথ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপি সকল ইউনিটকে সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসহ সকল কমিটি গঠনে কর্মী সমাবেশ করা হচ্ছে বলে জানান বক্তারা।

 

শেষে ডা. মো. আব্দুল মালেককে সভাপতি, মো আব্দুস সালামকে সাধারণ সম্পাদক ও মমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ।

 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক মো. মবিনুর রহমান মিয়া, সদস্য সচিব হায়াত উদ দৌলাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT