ঢাকা (সকাল ৯:২৫) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাশ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাপাইনবয়াবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাপাইনবয়াবগঞ্জ Clock সোমবার রাত ০৩:৩২, ২৪ এপ্রিল, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া   সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) ভোরে ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখার পর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে খবর দিলে বিজিবির সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা বিএসএফের গুলিতে মারা গেছে ওই যুবক। তবে বিজিবি বলছে নিজেদের মধ্যে মাদক দ্বন্দ্বে তিনি মারা গেছেন।

নিহত যুবক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা এলাকার উপর চাকপাড়া গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে সাদিকুর রহমান সাধু (৩২)। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, সকালে কৃষকরা ক্ষেতে কাজে যাবার পর লাশটি পড়ে থাকতে দেখে খবর দেয়। উপর চাকপাড়া গ্রামের সাদিকুর রাতের কোন এক সময় ভারতে চোরাচালান করতে যায় বলে ধারনা করা যায়। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে সে গুলিবিদ্ধ হলে তার সাথীরা সীমান্ত থেকে পালিয়ে আসে। তবে নিহতের গলার নিচে গুলির দাগ রয়েছে। বর্তমানে মরদেহটি সীমান্তের ১৮৩ নং মেইন পিলারের আওতাধীন এলাকায় পড়ে রয়েছে এবং বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দুরে বাংলাদেশের অভ্যন্তরে ধান ক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। ভোরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে বাংলাদেশের অনুমানিক ১০০ গজ অভ্যন্তরে নামো চকপাড়ার জামতলা ব্রীজের পাশ থেকে
বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি অধিনায়ক আরো বলেন, এটি বিএসএফ রিলেটেড নয়। সীমান্তে বিএসফের গুলির কোন আওয়াজ শোনা যায়নি। আর আমদের পক্ষ থেকেো কোন গুলি চালানো হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে যুবক সাদিকুর। তাছাড়া অনাকাংখিত ঘটনা এড়ানোর লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল চলমান রয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT