ঢাকা (সন্ধ্যা ৭:২৮) শুক্রবার, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কালিপূজা অনুষ্ঠিত Meghna News লোহাগড়ায় মৃত পুলিশ সদস্যের গাছ কেটে নিলো দূর্বৃত্তরা Meghna News হোমনা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সোয়া লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, ভারতীয় ট্রাক জব্দ Meghna News চুরির অপরাধে দুই সহোদরকে হত্যা করলো উত্তেজিত জনতা! Meghna News শ্রীপুরে স্ত্রীকে হত্যা, স্বামীসহ গ্রেফতার ৩ Meghna News নিসচা’র ইতিহাস বদলে ফেলার অপচেষ্টার প্রতিবাদে স্মারকলিপি প্রদান Meghna News সিলেটের সিএনজি ফিলিং স্টেশন গুলোতে মাস শেষে তীব্র যানজট Meghna News সিলেটে ভারতীয় চোরাই চিনি কান্ডের অন্তরালে কে এই সাইফুল! Meghna News লোহাগড়া পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে স্বেচ্চাসেবক দলের ফুলেল শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার বিকেল ০৫:০২, ৫ অক্টোবর, ২০২০

“শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ.কে.এম তাজকির উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।

এ সময় শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তোমাদেরকেই কাজ করতে হবে। মানবিক মূল্যবোধ নিয়ে সকলকে গড়ে উঠতে হবে। সমাজের সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, রংপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসরাইল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান এ্যডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আলোচনা সভার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT