ঢাকা (বিকাল ৩:০৮) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে আট টন মরিচ আমদানী

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার সন্ধ্যা ০৭:৫২, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুল্ক স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে আমদানী করা হয়েছে ৮ টন কাঁচা মরিচ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ। এতে বাজারে মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা।

 

জানা যায়, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কমে যাবার কারণে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির। ফলে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতির প্রেক্ষিতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এক ট্রাক কাঁচা মরিচ এসেছে। চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা যায় গত শুক্রবার যে কাঁচা মরিচের দাম ছিল ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি, আমদানীর ফলে তা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকাতে।

 

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, শনিবার সারা দিনে একটি ট্রাকে ৮.৪ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে। এতে বাজারে কাঁচা মরিচের দাম কিছুটা হলেও কমেছে। আমদানির পরিমাণ বাড়লে মরিচের দাম আরও কমবে।

 

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এই স্থলবন্দরটি দিয়ে কাঁচামরিচ তেমন আসে না। তবে শনিবার আমদানী করা পণ্যের মধ্যে সারা দিনে অনান্য পণ্যের সাথে একটি ট্রাকে প্রায় ৮ টন কাঁচা মরিচ এসেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT