ঢাকা (বিকাল ৩:৩৪) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে পানি বন্দীদের মাঝে বুলবুলের খাদ্য সহায়তা বিতরণ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock রবিবার দুপুর ০১:১৭, ১৭ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল সমূহে বন্যার পানিতে আবদ্ধ পরিবার সমূহের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন চরাঞ্চলের পানিবন্দী বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের পক্ষে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

পানিবন্দী মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে জামায়াত নেতারা বলেন, ভারত থেকে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা তীরবর্তী সাড়ে ৩ শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। জানা মতে এখন পর্যন্ত সরকারী কিছু সাহায্য ছাড়া কেউই এই বানভাসী মানুষদেও জন্য কিছুই করেননি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল শারিরীকভাবে অসুস্থ থাকার পরেও তার পক্ষ থেকে আমরা চরাঞ্চলের পানিবন্দী এসব জনপদের কাছে আসতে পেরেছি। আমরা তাদেরকে ত্রাণ দিতে আসেনি বরং তাদের ভাই হিসেবে তাদের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নেয়ার জন্য এসেছি। তাই ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া দিতে এসেছি।

 

এ সময় খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে ও জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে ২ প্যাকেট মুড়ি, ২ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ প্যাকেট বিস্কুট, ১ কেজি ডাল, ৩ কেজি আলু ও ১০ পিস স্যালাইন বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT