সংহতি জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা

এস এম সাখাওয়াত
সোমবার সন্ধ্যা ০৬:২৯, ১৪ এপ্রিল, ২০২৫
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) র্যালি, চিন্ত্রাংকণ প্রতিযোগীতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করে দলটি। এ সময় ইসরাইলের প্রতি ঘৃণা এবং ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানায় বিএনপি।
সকাল ১০টায় জেলা শহরের বাতেন খাঁ মোড় থেকে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যানারে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শোভাযাত্রার সমাপ্তী ঘটে।
আনন্দ শোভাযাত্রায় বিএনপি নেতারা বলেন, বাংলা বছরের প্রথম মাস হিসেবে বৈশাখ বাঙ্গালী জাতিসত্তার সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। বছরের এই প্রথম দিনে আনন্দ শোভাযাত্রা করে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। আর তাই পহেলা বৈশাখের এই দিনে ফিলিস্তিনের নাগরিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সেখানে ইসরাইলের হামলা বন্ধের জোড় দাবী জানান নেতারা।
এদিকে শোভাযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রাংকণ প্রতিযোগিতা এবং বিভিন্ন দেশীয় খেলাধুলারও আয়োজন করে বিএনপি।
এ সময় আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মো. সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলুসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।