ঢাকা (সকাল ৮:০৮) শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুয়াশায় ৯ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

অন্যান্য ২২৯৫ বার পঠিত

মীর এম ইমরান মীর এম ইমরান Clock বৃহস্পতিবার দুপুর ০১:৫৭, ১০ ডিসেম্বর, ২০২০

ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু করেছে। ঘনকুয়াশায় রাত সাড়ে ১০ থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ৭টায় কুয়াশার প্রকোপ কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ৯ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দূভোগে পড়ে দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
কনকনে শিতে ভোর থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল ৩শতাধিক পন্যবাহী ট্রাক ও পরিবহন। ভোর থেকে পরিবারের লোকজন নিয়ে ঘাটে অপেক্ষারত ছিল যাত্রীরা। রোগীবাহী এ্যাম্বুলেন্সও অপেক্ষা করতে দেখা গেছে ঘাটে।
ফেরি ঘাট সূত্রে জানা যায়,ঘন কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০ থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে কুয়াশার কারনে মাঝ পদ্মার বিভিন্ন স্থানে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে বলে বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানিয়েছে।
বি আই ডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌরুটের সকল নৌযান চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৭টা থেকে ফেরিসহ নৌযান চলাচল শুরু করে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT