ঢাকা (সকাল ১০:৫৩) বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কবিতাঃ ভালো লাগা : কবি বুলবুল হোসেন

কবিতা ২১০৩১ বার পঠিত
কবিতাঃ ভালো লাগা : কবি বুলবুল হোসেন

সেলিম খান সেলিম খান Clock বৃহস্পতিবার রাত ০১:৩৯, ১৪ জানুয়ারী, ২০২১

ভালোলাগা

বুলবুল হোসেন

ভালো লাগে তাই চেয়ে থাকি
অপরাধ নিওনা প্রিয়
এই চেয়ে থাকা দোষ হলে
নিজগুনে ক্ষমা করে দিও।

ভালোবাসা যদি অপরাধ হয়
তাহলে সে দোষ আমি করেছি
ওই চোখে চোখ রেখে ওগো
আমি যে তোমার প্রেমে পরেছি
শাস্তি যা দেবে দিও শুধু
একবার মনটা দিও
এই চেয়ে থাকা দোষ হলে
নিজগুনে ক্ষমা করে দিও।

চেয়ে থাকা যদি দোষের হয়
তাহলে সে দোষ আমার একার নয়
কেন তুমি এত সুন্দর হলে
না চেয়ে কি ওগো থাকা যায়
মানি দোষী আমি তারপরে
ক্ষানিক দোষে নিজেকেও রাঙ্গিয়ো
এই চেয়ে থাকা দোষ হলে
নিজগুনে ক্ষমা করে দিও




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT