ঢাকা (রাত ১১:১৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সুবর্ণচর উপজেলার কৃষক ও দরিদ্রদের জন্য একরামুল করিম চৌধুরী এমপির আর্থিক অনুদান প্রদান

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock মঙ্গলবার দুপুর ০১:৩৫, ১২ মে, ২০২০

রিয়াজ উদ্দিন রুবেল, সুবর্ণচর উপজেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী-৪ মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী সুবর্ণচর উপজেলার হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ২০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন, সামনে আরও প্রদান করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও তিনি আজ সুবর্ণচর উপজেলার কৃষকদের ধান কাটার জন্য একটি অত্যাধুনিক জাপানী মেশিন ক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের অনুকূলে ১৪ লক্ষ টাকার অনুদান প্রদান করেছেন। ২৮ লক্ষ টাকার মেশিনটির বাকি ১৪ লক্ষ টাকা সরকার প্রদান করবে।

এই মেশিন দিয়ে কৃষকগণ সাশ্রয়ী মূল্যে ধান কাটতে পারবেন। ধান কাটার জন্য দরিদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৩য় ধাপে ৩০লক্ষ ৫০হাজার টাকা অনুদান প্রদান করেন একরামুল করিম চৌধুরী এমপি।

অনুদানগুলো হলঃ সুবর্ণচর উপজেলায় ধান কাটার নতুন মেশিন ক্রয় ও শ্রমিক খরচ বাবদ ১৪ লক্ষ টাকা, নোয়াখালী পৌরসভার হতদরিদ্রদের জন্য ১০ লক্ষ টাকা, সাংবাদিকদের কাজের অনুপ্রেরণা জোগান দিতে ২ লক্ষ টাকা, করোনায় মৃত্যু বরণকারী আরো ২ জন্য সাংবাদিকের পরিবারের জন্য ১ লক্ষ টাকা, অসুস্থ প্রবীন এক সাংবাদিক কে ৫০ হাজার টাকা, দেশে করোনায় মৃত্যু বরণকারী ৬ জন পুলিশ সদস্যদের পরিবারের জন্য ৩ লক্ষ টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT