ঢাকা (রাত ৪:১৬) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বঘোষিত সম্রাট মামুন হত্যায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সকাল ০৮:৪৬, ২৮ জুলাই, ২০২৫

২৩ মামলার আসামী মামুন সম্রাটকে কুপিয়ে হত্যাার ঘটনার দু’দিন পর দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর ৩ নারীসহ ৪ জনকে এ হত্যা মামলায় সম্পৃক্ততায় না থাকায় পারিবারিক জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়৷

 

রোববার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

 

মামলার তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার তদন্ত (পরিদর্শক ) মো.সামছুল আলম। অভিযান চলমান থাকলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

নিহত মামুন সম্রাট প্বার্শবর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। নিহত মামুন সম্রাট গৌরীপুর বাজারের ভুলিরপার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

 

মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক এবং সিসিটিভির ফুটেজ থেকে দূরে থাকায় আসামিদের শনাক্ত করা যাচ্ছে না। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, হত্যাকারীদের সনাক্তকরন এবং গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল সার্বক্ষণিক মাঠে কাজ করছে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক সেবন, মাদক বিক্রি, অপহরণ, চাঁদাবাজি ও একটি কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

 

উল্লেখ্য,শুক্রবার(২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে)দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT