শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখবে হবে : নাঈমা ইসলাম

হোসাইন মোহাম্মদ দিদার
মঙ্গলবার বিকেল ০৪:৩৯, ২৯ জুলাই, ২০২৫
উপজেলা নির্বাহ কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার মান উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, আমরা অনুপ্রাণিত করি যাতে শিক্ষার্থীরা যোগ্যতার মাধ্যমে কিছু অর্জন করতে পারে। তিনি আজ মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০ টায় পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম,এসইডিপি কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা জেলা শিক্ষা অফিস কো অর্ডিনেটর লায়লা খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার জানান ২০২২ ও ২০২৩ সালের জন্য মোট ২১ জনকে ক্রেষ্ট, সনদপত্র ও আর্থিক অনুদানের চেক ও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন,অধ্যক্ষ রেজাউল করিম, প্রধান শিক্ষক আলহাজ্ব জসিমউদ্দীন আহাম্মেদ, সেলিম মাস্টার, ওয়াহিদুর রহমান, জসিম উদ্দিন মিয়াজি, আহসান হাবিব, আব্দুল্লাহ আল নাফিজ প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সনদপত্র অনুদানের চেক হাতে তুলে দেন।