পৌরসভায় পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন পৌর প্রশাসক
স্টাফ রিপোর্টার
সোমবার সন্ধ্যা ০৬:১৯, ২৮ জুলাই, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ময়লা আবর্জনা ও বর্জ্যে ভরপুর দাউদকান্দির বলদাখাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৮ জুলাই) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন “ধানসিঁড়ি সমাজ কল্যাণ” সংস্থার উদ্যোগে পৌরসদরের বলদাখাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন সহাকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।
সংগঠনের সভাপতি বোরহান উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আসিফ কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এসএম মিজান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন ফরাজী, অর্থ বিষয়ক সম্পাদক রোমান মিয়াজী ও কবির হোসেন ।


