ঢাকা (সকাল ৯:০৪) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেসব কঠিন চ্যালেঞ্জ

মুক্ত কলাম ২১১৩ বার পঠিত
হোসাইন মোহাম্মদ দিদার

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বুধবার রাত ০৮:৫৭, ৯ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যেসব কঠিন চ্যালেঞ্জ

 

১/ পুলিশকে অভয় দিয়ে স্বাধীনভাবে কাজের গতি বাড়ানো। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এবং জবাবদিহিতার মধ্যে রাখা।

 

২/ সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।

 

৩/ মোড়ে মোড়ে তীব্র যানজটে নাকাল রাজধানীবাসির দুর্ভোগ নিরসনে কাজ করা।

 

৪/ আকাশচুম্বী ভোগ্যপণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণ করা।

 

৫/ বৈষম্যবিরোধী আন্দোলনে খুনের ঘটনায় জড়িতদের পালাতে সহায়তাকারীদের গ্রেফতার করা

 

৬/ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসন করা ও আহতদের দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা।

 

৭/ বিচারবিভাগের স্বাধীনতা নিশ্চিত করা।

 

৮/ গণমাধ্যমকে সংস্কারসহ গণমাধ্যম কর্মীদের লেখার স্বাধীনতা নিশ্চিত করা।

 

৯/ দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে উপদেষ্টা পরিষদ বর্ধিত করা।

 

১০/ টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা।

 

১১/ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।

 

১২/ চিকিৎসাখাতে খুব বেশি নজর দেওয়া।

 

১৩/ লুটেরা ও দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করা।

 

১৪/ সরকার জনকল্যাণমুখী এটা জনগণকে প্রমাণ করে দেখানো।

 

১৫/ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

 

১৬/ জনস্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকা।

 

১৭/ সকল রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করা।

 

১৮/ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করার জন্য কাজ করা।

 

১৯/ গার্মেন্টস স্যাক্টর নিয়ে কাজ করা।

 

২০/ আদালত চত্বরে আসামিদের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা, যাতে কোনো আসামিকে কেউ অপমান অপদস্ত বা ডিম ছুড়ে মারতে না পারে। যদি এমনই হতে থাকলে তাহলে এই ঘৃন্য কাজটি আগামীর রাজনৈতিক সংস্কৃতি হবে।

 

এসব বিষয়াদিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ও কমল হয়ে করতে হবে নচেৎ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 

 

লেখক : হোসাইন মোহাম্মদ দিদার 

কবি ও সাংবাদিক




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT