ঢাকা (সকাল ৮:২০) সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে বাঁশের বান্ডাল নির্মাণ কাজের উদ্বোধন

উলিপুরে ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে বাঁশের বান্ডাল নির্মাণ কাজের উদ্বোধন

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock মঙ্গলবার সকাল ১০:৪৭, ২১ মার্চ, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ ভাঙন রোধে ৩০টি বাঁশের বান্ডাল নির্মাণ কাজের  উদ্বোধন হয়েছে। গত রবিবার বিকেলে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের দূর্গম খেওয়ারচর নৌকা ঘাট এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন এমপি, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আব্দুর রশিদ, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু প্রমূখ।
এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন,
ভাঙন রোধে ২হাজার জিও ব্যাগ বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে ৫’শ ব্যাগ বান্ডালের ভিতরে ফেলা হবে। বান্ডালগুলো নির্মাণ হলে ভাঙন রোধ হবে।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন বলেন, ভাঙন রোধে আমার ব্যক্তিগত তহবিল থেকে এক লক্ষ টাকা দিয়েছি। ভাঙন প্রতিরোধে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবো। প্রয়োজনে আরো অর্থ দিয়ে সহায়তা করবো।
উল্লেখ্য, ৫’শ জিও ব্যাগ, ৪’শ বাঁশ, ৫০টি  ইউক্যালিপ্টাস গাছ, লোহার পেরেক, জিআই তার দিয়ে বান্ডাল নির্মাণের কাজ শুরু করা হয়েছে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT