ঢাকা (সকাল ১০:২৬) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ায় ন্যাশনালিষ্ট ব্লাড ব্যাংকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Meghna News ট্রমালিংক ১০ বছর পূর্তিতে মতিন সৈকত এআইপিকে সন্মাননা Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার

পদ্মা সেতুর আত্মকথা

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার রাত ০২:৩৪, ২৪ সেপ্টেম্বর, ২০২১

গুঁতোয় আহত পদ্মা সেতুর আত্মকথা
Professor Dr. Alinoor Rahman

আমি স্বপ্নের সেই পদ্মা সেতু
বেখেয়ালে যাকে দিচ্ছো গুঁতো
কেউ যাবার কালে কাছ দিয়ে
আলতো করে যাচ্ছো ছুঁয়ে
অনেকে যাচ্ছো নিচ দিয়ে
আমার সাথে সেলফি নিয়ে
অনেকে দেখছো দূর থেকে
সুদূর ভবিষ্যৎ সামনে রেখে।

তোমরা শুধু দেখেই যাও
আমার খবর নাহি লও
বিচিত্র আমার জীবন ধারা
তিন অবস্থায় আছি খাড়া
মূল ভিত্তি মাটির ভেতর
দ্বিতীয় অংশ পানির অভ্যন্তর
তৃতীয় অংশ পানির উপর
যা তোমাদের দৃষ্টি গোচর‌‌।

মাটির নিচে ভীষণ চাপ
টিকে থাকা বাপরে বাপ!
বর্ষার তীব্র পানির স্রোতে
টিকে আছি কোন মতে
স্রোতে কখনো গোড়ার মাটি
সারি সারি যাচ্ছে কাটি
শরতে আবার পানি কমে
পলির আস্তর যাচ্ছে জমে।

যে অংশ পানির মাঝে
তার সমস্যা মনে বাজে
তথায় ঘটে বিচিত্র কাহিনী
যতো আছে জলজ প্রাণী
সবাই আসে গা ঘসাতে
কখনো একটু আরাম নিতে
তাতে কখনো হই পুলকিত
কখনো হই আবেগ আপ্লুত।

ওপরের অংশের প্রথম বাঁকে
রেল চলবে ফাঁকে ফাঁকে।
তার উপরে চলবে গাড়ি
সবাই যাবে অফিস-বাড়ি
চেয়ে দেখবে আড়া-আড়ি
তারের খাম্বা সারি-সারি
ভিত্তি প্রস্তরের পর হতে
গুনছি প্রহর এই আশাতে।

আমার এতো দুঃখের মাঝে
তোমরা কখনো সকাল-সাজে
আসা-যাওয়ার ফাঁকে ফাঁকে
গুঁতো দিচ্ছো আমার গাকে
তোমাদের এতো গুঁতো খেয়ে
পিলার আমার যাচ্ছে ক্ষয়ে
বৈরী আচরণ শোভন নয়
জেনে বিশ্ববাসী অবাক হয়!

তোমাদের গুঁতোয় বিদ্রোহ করি
যদি এক দিকে হেলে পরি
অথবা যদি যায় এক পিলার ঢেবে
তখন আমাকে কোথায় পাবে?
কোন ক্রেন দিয়ে তোলবে আমায়
যেই চিন্তা আমাকে ঘামায়!
তাই হয়ে যাও সাবধান
আর ভেঙ্গো না পরের ধান!

দুঃখে আছি আমি খুব
শুনলে সবাই হবে বেকুব
তৈরিতে লাগছে দীর্ঘ সময়
জানিনা কেন এমন হয়
সময়ের সাথে তাড়া করে
নির্মাণ ব্যয় যাচ্ছে বেড়ে।
জনবল কিছু গেল মারা
যা একদম হিসাব ছাড়া!

সামনেই হবে কাজ শেষ
কেটে যাবে নির্মাণের রেশ
সড়ক উদ্বোধন প্রথম শপথ
থাকবে বাকি রেলের পথ
যে দিন শুরু হবে রেল চড়া
যাবে না আর আমায় ধরা
চলবে যখন লাখো গাড়ি
বিশ্ব রেকর্ড ভুরি-ভুরি।

এখনই তা করেছে তাড়া
দু’টি আছে কাঁধে খাড়া
একটি তার নির্মাণ ব্যয়
অপরিটি হলো দীর্ঘ সময়
তৃতীয় রেকর্ড এই বুঝি হয়
যা যানবাহনের টোল আদায়
চতুর্থটির কথা কি করে বলি
আমিতো নই আল্লাহ’র ওলি!!




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT