ঢাকা (সকাল ১০:০৩) শুক্রবার, ৩রা মে, ২০২৪ ইং

নীড়



শান্তির নীড়

মোঃ বুলবুল হোসেন

 

কাঁচা ঘরে থাকি আমি

ইট-পাথরের নয়,

মিলেমিশে থাকি মোরা

সবার হাসি রয়।

 

বেলা শেষে নীড়ে ফিরে

মনে লাগে সুখ,

যা পেয়েছি তাতেই খুশি

মনে নাইরে দুখ।

 

কষ্ট করে গড়ে ছিলাম

ছোট্ট একটি ঘর,

জন্মভূমি মাটির উপর

থাকবো জীবন ভর।

 

নুন আনিতে পান্তা ফুরায়

তবু বেঁচে রই,

সুখে-দুখে পাশে আমার

ভালোবাসার বই।

 

বাপ-দাদার ভিটা মাটি

গন্ধ খুঁজে পাই,

কোথাও গেলে শান্তি পাই না

তোমার বুকে তাই।

 

তুমি আমার অতি আপন

আমার শান্তির নীড়,

নাতিপুতি নিয়ে আমি

পেয়ে গেছি তীর।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT