তিন দফা দাবিতে অনশনরত জবির ১২ শিক্ষার্থী অসুস্থ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোমবার সকাল ১১:৫৪, ১৩ জানুয়ারী, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে অনশনরত অন্তত ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার দিবাগত রাত ৯টায় অনশনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থী তানজিল। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কয়েকজনকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে জবির মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, তানজিলের ব্লাড প্রেসার কমে গেছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। এ মুহূর্তে তার প্রাথমিক চিকিৎসা চলছে। তাকে স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ৩ দফা দাবিতে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।